Skip to main content

Posts

Showing posts from July, 2024

নুন

School🏫                                 নুন                         জয় গোস্বামী   আমরা তো অল্পে খুশি; কী হবে দুঃখ করে?   আমাদের দিন চলে যায় সাধারণ ভাটকাপড়ে।   চলে যায় দিন আমাদের অসুখে ধারদেনাতে   রাত্রিরে দু- ভাই মিলে টান দিই গঞ্জিকাতে   সব দিন হয় না বাজার ; হলে, হয় মাত্রাছাড়া  বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা  কিন্তূ পুঁতব কোথায়? ফুল কি হবেই তাতে?  সে অনেক পরের কথা। টান দিই গাঞ্জিকাতে।